বায়তুল মোকাদ্দাস বলছি…
পৃথিবীর বয়স ঠিক কতো আমি জানি না। আমার অবশ্য জানার কথাও নয়। তবে প্রসঙ্গ আসছে কারণ এই পৃথিবীর শুরুর দিকের যা, আমিও কোনো না কোনোভাবে এসবের সাথে যুক্ত। পৃথিবীর প্রথম মানুষ এবং নবী হযরত আদম আলাইহিস সালাম যখন আমার ভিত্তি স্থাপন করলেন, আল্লাহর ইবাদতগাহ হিসেবে আমি যখন প্রথম অস্তিত্ব লাভ করলাম, খুব কিছু তখন পৃথিবীর …