এক্সক্লুসিভ সাক্ষাৎকার: আলেমসমাজকে আবারো ফিরতে হবে জনসেবার ধারায়- মাওলানা মুহিউদ্দীন খান রহ.
মাওলানা মুহিউদ্দীন খানকে এদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। রাজনীতি-আন্দোলন, সাহিত্য-সাংবাদিকতা, শিক্ষা-দাওয়াহ কিংবা অর্থনৈতিক উদ্যোগ-জনসেবা সবমিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশের এক প্রবাদপ্রতীম পুরুষ। মুসলিমবিশ্বসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে এদেশের আলেমসমাজের প্রায় একক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে গেছেন আমৃত্যু। গত রমজানে (২৫ জুন ২০১৬) তার ইন্তেকালের মাস কয়েক আগে মোটামুটি শেষবার আমাদের বেশ দীর্ঘ একটি আলোচনার সুযোগ …