Categories
Bangla Contents Poems

নির্ভীক হৃদয়- আল মাহমুদ

মানুষের সুকৃতির মতো অন্য কিছু নেই আর
ইশকে কাঁপে জগৎ সংসার
আমরা ফিরে আসি মানুষের কাছে বারবার
মুফতী আমিনী হুজুর আমাদের হৃদয়ে বসবাস তার

সত্যবাদী নির্ভীক হৃদয়
ভালোবাসি হাসি তার অমর-অক্ষয়
আমরা দু’হাত তুলে চাই তার জয়-গাই তার জয়
ভেতরে ইশকের ছন্দ গন্ধময়

গোলাপ পাপড়ি মেলে সুরভি ছড়ায়
আমরা ছন্দে গন্ধে মাতি পূরবী ধরায় 
হৃদয়ের ভেতরে দুন্দুভি আমাকে জড়ায়

ছন্দে বাজে গন্ধে বাজে রক্তের উষ্ণতা
চারদিকে ছড়িয়ে পড়ে স্বপ্নীল নিরবতা
হু হু শব্দে বলে উঠে আল্লাহর উচ্চতা

যদিও চোখে জল ছল্ ছল্ নদী বয়ে যায়
আমরা হারিয়ে যাই হৃদয়ের সুভায়
ইশকের আজান ধ্বনি শুনি মসজিদে কুবায়

আমরা নাচি বাঁচি মুখে হাসি চোখে অশ্রুজল
তবু আমিনী তোমার প্রভুর প্রেমই সম্বল
তুমিতো প্রভুর ইশকের পাগল

আমরা দমে দমে ক্রমে ক্রমে ছন্দে গন্ধে মাতোয়ারা হই
আমরা তো কেউ কারো নই।

natun dak

[Natun Dak, Special Issue-2013. Editor: Sakil Adnan]

Leave a Reply