নারী সমাজ: সময়ের কথা ও আগামীর প্রত্যাশা
নারী। রূপে ও গুণে এবং প্রজ্ঞা ও জ্ঞানে সর্বেসর্বা এক সৃষ্টি। বৈষয়িক পূর্ণতার আশ্চর্য সম্মিলন নারীর ক্ষেত্রেই পাওয়া যায়। সবদিকেই তারা সমান পারদর্শী। সবক্ষেত্রেই সাফল্য তাদের অনন্য। আর তাই বিশ্ব ইতিহাসের স্বর্ণালী অধ্যায়গুলোতে চোখ ফেরালেই আমরা দেখতে পাই- ভালো ও মন্দ এবং আলো ও আঁধারের মধ্যে বিস্তর ফারাক থাকা সত্বেও উভয় ক্ষেত্রেই অগ্রগামী যারা; তারা …