মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে

মে ১৯৪৮ থেকে ফেব্রুয়ারি ১৯৪৯। ফিলিস্তিনে দশ মাসের গোপন এক মিশন চালায় ইসরাইল। যুদ্ধের বিভীষিকায় ফিলিস্তিনীরা ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রিফিউজি ক্যাম্পে। বেশিরভাগ ঘর-বাড়ি শূন্য পড়ে আছে। ইহুদিদের মাথায় দুষ্টু এক বুদ্ধি এলো। বিশেষ একটি টিম গঠন করে ফিলিস্তিনীদের ঘরে থাকা বইগুলো চুরি করলো। বিশেষভাবে বাছাইকৃত হাজার হাজার বই। বিজেতা কর্তৃক দখলকৃত দেশের লাইব্রেরি ধ্বংস … Continue reading মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে