এ্যাঙ্গোলায় ইসলাম নিষিদ্ধের নেপথ্যে

চারপাশের অব্যাহত চাপে আমাদের অনুভূতিগুলো গ্যাসশূন্য বেলুনের মতো চুপসে গেছে। আনন্দ-বেদনা, বিস্ময়-হতাশা কিছুই আজকাল আর স্পর্শ করে না। রক্ত, লাশ, কান্না কাহাতক আর সহ্য করা যায়। জাতীয় জীবনে আমাদের এই দুঃসহ যাত্রা ঠিক কবে থেকে শুরু হয়েছে মনে করা কঠিন। আশংকার কথা, কবে কোথায় গিয়ে এই যাত্রা শেষ হবে কারো জানা নেই। সম্ভাবনার সামান্যতম আলোর … Continue reading এ্যাঙ্গোলায় ইসলাম নিষিদ্ধের নেপথ্যে