সময় এখন মিডিয়ার। গোপন থাকে না কিছুই। ঘরে বসেই জানা যায় পুরো পৃথিবী। মিডিয়ার কল্যাণে আজকের পৃথিবী প্রচারের গোলাম। প্রচারণার বাহারি উপস্থাপনে মিথ্যার কাছে সত্য এখন নিরুপায়! বর্তমান সময়ে তথ্যবোমের প্রভাবে সত্যের উপাসক ক্রমশঃ দৃশ্যের আড়ালে। নিয়ত তথ্যের নির্যাতনে অসহায় একদল ঐতিহ্যপ্রেমিক মত্ত থাকে ভাইয়ের জীবন অতিষ্ঠ করার অকাজে। প্রতিদিন কমতে থাকে ব্যক্তিত্ব। নষ্ট হতে […]